পরিবারের কারো মৃত্যু হলে মহিলাদের আঙুল কেটে দেওয়া হয়! আজও বর্তমান এই প্রাচীন উপজাতি

ODD বাংলা ডেস্ক: বিজ্ঞানের যুগে যখন এগিয়ে চলেছে বিশ্ব, তখন ইন্দোনেশিয়ার দানি (Indonesian Dani) উপজাতিদের জীবনযাপন একেবারে পুরানো যুগের গুহা-জীবনের মতো চলছে। 
এখানে সেই পুরানো যুগের আদি সমাজের জামাকাপর থেকে শুরু করে সংস্কৃতি সবটাই বর্তমান। এখানকার নারীদের যে কষ্ট সহ্য করতে হয় তা জানলে অবাক হবেন। 

পরিবারের কারো মৃত্যু হলে সেই ব্যক্তির কাছের সম্পর্কের মহিলাদের আঙুল কেটে দেওয়া হয়! আর এটাই সেখানকার রীতি। ঐতিহ্য হিসেবে মানা হয় এই রীতিকে!

এখানকার মানুষদের বিশ্বাস, পূর্বপুরুষদের শান্তি কামনা করতে মহিলাদের আঙুল কাটা হয়!

কিভাবে কাটা হয় আঙুল?

যেই মহিলার আঙুল কাটা হবে তাদের আঙুল ভালো করে দড়ি দিয়ে বাঁধা হয়, যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এইরকম অসাড় হওয়ার পর কুড়ুল দিয়ে কেটে দেওয়া হয় আঙুল!

পরে সেই আঙুল হয় পুড়িয়ে দেওয়া হয় নয়তো কোথাও পুঁতে দেওয়া হয় পুর্বপুরুষদের আত্মার শান্তির জন্য। 

এই উপজাতির পোষাক সবথেকে বেশি আকর্ষণের বিষয়। এখানকার মহিলা ও পুরুষ উভয়েই উর্ধাঙ্গে কোনো পোষাক পড়েন না। অর্থাৎ নারীদের অর্ধ উলঙ্গ থাকা এখানে সাধারণ বিষয়। 
 
অন্যদিকে পুরুষরা শুধুমাত্র লিঙ্গ ঢাকা দেয় ‘কোটেকা’ নামের একটি নলাকার পোষাক দিয়ে। নারীরা নীচের অংশে হাতের তৈরি স্কার্ট পড়েন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.