ফের উত্তপ্ত উপত্যকা! পুলওয়ামায় এনকাউন্টার, নিকেশ ২ জঙ্গি

ODD বাংলা ডেস্ক: গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা (Pulwama)। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ দুই জঙ্গি। জানা গিয়েছে, তারা স্থানীয় জঙ্গি সংগঠন আল-বদরের (Al-Badr) সদস্য। চলতি বছরে জম্মু ও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের উপর যে হামলা হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিল এনকাউন্টারে মৃত এই দুই জঙ্গি বলে জানিয়েছে পুলিশ।

এনকাউন্টার নিয়ে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ( IGP Kashmir Vijay Kumar) জানান, নিহত জঙ্গিরা চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে উপত্যকায় একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং হামলায় জড়িত ছিল। জানা গিয়েছে, তাদের নাম আইয়াজ হাফিজ ও শাহিদ আয়ুব। তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল পাওয়া গিয়েছে।

এছাড়া পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় কম করে ২ থেকে ৩ জন জঙ্গিকে ঘিরে কোণঠাসা করে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। তাদের খোঁজে এলাকায় চলছে চিরুণি তল্লাশি।

উল্লেখ্য, গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের ঠিক আগে জম্মুর কাছে সেনা ক্যাম্পের কাছে CISF-এর একটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান নিহত হন। হামলায় জখম হন আরও ৯ জন। তাঁদের মধ্যে দুই পুলিশকর্মীকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.