বোর্ড গঠন নিয়ে বিক্ষোভ, বনধের ডাক দিল কংগ্রেস!

ODD বাংলা ডেস্ক: ঝালদা পুরসভায় ধুন্ধুমার। সোমবার পুরবোর্ড  গঠন নিয়েই সমস্যার সূত্রপাত হয়। এমনিতেই তপন কান্দুর খুনের প্রতিবাদে কালা দিবস পালন করার কথা ছিল কংগ্রেসের। এই নিয়েই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পুরসভার বাইরে। যার আঁচ পৌঁছায় পুরসভার বাইরেও।

তপন কান্দুর পরিবারেরর দাবি, ঝালদা পুরবোর্ড গঠন করা নিয়েই খুন হতে হয়েছেন ওই কংগ্রেস কাউন্সিলর। স্বাভাবিকভাবেই তৃণমূল ওই বোর্ড দখল করতে চাওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর বুধবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস।

অন্যদিকে, ঝালদা কাণ্ডে আরও এক অডিয়ো ক্লিপ ভাইরাল। ওই ক্লিপে নিহত কাউন্সিলর তপন কান্দু এবং তাঁর প্রতিবেশী অমল কান্দুর মধ্যে হওয়া কথোপকথন শোনা যাচ্ছে। অডিও অনুসারে, দু'জনের মধ্যে টাকাপয়সা নিয়ে বচসা হচ্ছে। অমলকে বারবার ফোন রাখতে বলছেন তপন। কিন্তু, সে নাছোড়বান্দা।

তাঁর দাবি, "আমি তোমাকে ভোট দিয়েছি। তোকে আমার কথা শুনতেই হবে।" পরক্ষণেই তিনি বলছেন, "আজ না হয় কাল তোকে তৃণমূলে আসতেই হবে। প্রেসারটা হাই করিস না।" দু'জনের সম্পর্কে যে তিক্ততা ছিল, তা ওই রেকর্ডিংয়েই স্পষ্ট। যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.