পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার তারিখ, দেখে নিন নয়া সূচি



ODD বাংলা ডেস্ক: জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষার প্রথম সেশন জুন এবং দ্বিতীয় সেশন জুলাইয়ে পিছিয়ে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ জানিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভরতি হওয়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রথম সেশন হবে ২০-২৯ জুন। আগের সূচি অনুযায়ী, যা হওয়ার কথা ছিল ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে।


অন্য দিকে, আগের সূচি অনুযায়ী দ্বিতীয় সেশন ২৪-২৯ মে হচ্ছে না। নতুন নির্ঘণ্ট অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ২১-৩০ জুলাই পর্যন্ত।এনটিএ-র ব্যাখ্যা অনুযায়ী, পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অনুরোধের ভিত্তিতেই পরীক্ষার তারিখগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষার দিনের সঙ্গে মিলে যাওয়ায় পরীক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছিলেন। এ ব্যাপারে পর্যাপ্ত সময় দেওয়ার জন্যও অনুরোধ জানাচ্ছিলেন তাঁরা।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাঁর টুইটার হ্যান্ডলের ধারাবাহিক ভাবে নিজেদের আবেদন তুলে ধরছিল ছাত্র সংগঠনগুলো। এনটিএ যাতে চারটি সেশনে পরীক্ষা পরিচালনা করে এবং প্রতিটি সেশনের মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখা হয়, সে বিষয়েও অনুরোধ জানায় তারা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.