কম্পিউটার কিভাবে জাঙ্ক মেইল শনাক্ত করে?

 


ODD বাংলা ডেস্ক: প্রায়ই বিভিন্ন মেইল আমাদের ইনবক্সে না এসে স্প্যামে জমা হয়। এতে করে অনেকসময় গুরুত্বপূর্ণ ডেডলাইনও হাতছাড়া হয়।


কিন্তু কম্পিউটার আসলে এসব জাঙ্ক মেইল কিভাবে শনাক্ত করে?


কোনো মেইলে ওয়ার্নিং সাইন আছে কিনা, তা জানার জন্য সেটি স্ক্যান করে জাঙ্ক মেইল শনাক্ত করা হয়।


বার্তাটি কি কোনো ব্ল্যাকলিস্টেড নেটওয়ার্ক থেকে পাঠানো হয়েছিল? মেইলের প্রেরকের ঠিকানা কি স্পষ্ট নয়? সাবজেক্ট লাইনে কি সব বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে- ইত্যাদি বিষয় স্ক্যান করা হয় এক্ষেত্রে।


স্ক্যানিংয়ের পর প্রতিটি মেইলকে স্কোর দেওয়া হয়। কোনো মেইলের স্কোর যদি একটি নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে সেটি স্প্যাম হিসেবে বিবেচনা করে কম্পিউটার।


কেউ যদি ম্যানুয়ালি কোনো ইমেইলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে, তাহলে সেটি ওই ঠিকানা থেকে পাঠানো ভবিষ্যতের ইমেইলগুলোর ক্ষেত্রেও প্রভাব ফেলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.