গরমে পেট ঠান্ডা রাখতে রোজ সকালে খান এই বিশেষ পানীয়, রয়েছে আপনার হাতের কাছেই
ODD বাংলা ডেস্ক: এই গরমে পেট গরম হওয়াটা খুবই স্বাভাবিক।তবে আমাদের কাছে রয়েছে পেট ঠান্ডা রাখআর দাওয়াই। ছোট বাচ্চাদের মিছরির জল খাওয়ানো হয়ে থাকে অনেক সময়। তবে শুধু বাচ্চারা নয়, বড়রাও মিছরির জল খেতে পারেন। তারণ মিছরির জলের রয়েছে অনেক উপকারিতা।
গরমকালে বাজারে কিনতে পাওয়া নামী কোম্পানির কার্বোনেটেড কোল্ড ড্রিংক না খেয়ে মিছরির জল খান। এটি প্রচণ্ড গরমে আপনার শরীর ঠান্ডা করবে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় যাদের ক্লান্তি অনুভব হয় তাদের জন্য মিছরির জল খুবই ভালো। শরীরে হিমোগ্লোবিন কম থাকলে রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস করে মিছরির জল খাওয়া দরকার।
গরমে অনেকের নাক দিয়ে রক্ত পড়ে। নাকের ভেকর শুকিয়ে যাওয়ার কারণে এরকম হয়। এদের জন্যও মিছরির জল উপকারী। মুখে আলসার থাকলে এলাচের সঙ্গে মিছরির গুঁড়ে মিশিয়ে তারপর একটু জল দিয়ে পেস্ট তৈরি করে সেটা ঘায়ের ওপর লাগিয়ে রাখলে উপকার পাবেন।
Post a Comment