বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ভার্জিন মোহিতো, দেখে নিন রেসিপি
উপকরণ
১. লেবু– ১টি
২. পুদিনা পাতা- ৫/৬টি
৩. মধু- ১ চা চামচ
৪. সোডা বা স্প্রাইট- ১/২ গ্লাস
৫. জল- ১/২ গ্লাস
৬. বরফ- ইচ্ছামতো
প্রণালী
১. প্রথমে পুদিনা পাতা ভালোমতো গ্লাস-এ চামচ দিয়ে পিষে নিতে হবে।
২. এবার এতে অল্প জল দিয়ে তাতে পুরো একটি লেবুর রস ও মধু নিয়ে ভালোভাবে মেশাতে হবে।
৩. তারপর এই পুদিনা পাতা ও লেবুর রস ছেকে নিতে হবে।
৪. এই ছেকে রাখা লেবুর রসে এবার স্প্রাইট এবং মোহিতো সিরাপ মিক্স করতে হবে।
ব্যস, সুন্দর একটি গ্লাস-এ প্রয়োজনমতো বরফ টুকরা দিয়ে ঠাণ্ডা ঠান্ডা পরিবেশন করুন!
Post a Comment