মহাদেবকে সন্তুষ্ট করতে চান? মেনে চলুন এই সহজ টোটকা

ODD বাংলা ডেস্ক: মহাদেবকে সন্তুষ্ট করলে জীবনের অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। এর জন্য প্রথমেই যেটা করতে হবে শুদ্ধ বস্ত্র পরে, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পড়ে শিবকে জল এবং মধু দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে তারপর দুধ ঢালতে হবে। এতে করে বাবার কৃপায় সংসার জীবনে সমস্যা থাকবে না, চাকরীতেও আসবে উন্নতি। 

মহাদেব খুব অল্পেতে খুশি। সামান্য ফুল, বেলপাতা দিয়ে বাবাকে পূজো দিলেই তিনি খুশি হয়ে যান। প্রসাদের থালায় রাখুন লাড্ডু, দই, পিটে-পুলি, আর বেশি করে চিনি দিয়ে তৈরি করা দুধ। এগুলো বাবা মহাদেবের অতি প্রিয় খাবার।

আবার বেল ফলও কিন্তু বাবার খুব প্রিয়। এই বেল কিন্তু আবার পরম আয়ুর প্রতিক। তাই পরিবারেরর মানুষজনের দীর্ঘায়ু কামনা করে বাবাকে বেল ফলও অর্পন করতে পারেন। 

ফুলের ক্ষেত্রে বাবা কিন্তু রঙিন ফুল একদমই পছন্দ করেনা না। তবে ধুতুরা এবং আকন্দ ফুল কিন্তু বাবার খুব প্রিয়। তাই ধুতুরা এবং আকন্দ ফুলের সঙ্গে তুলসী মঞ্জরী দিয়েও বাবাকে প্রসন্ন করতে পারেন। আবার বেল ফল হওয়ায় আগে বেল গাছে যে ফুল ফোটে, সেই ফুলও মহাদেব খুব ভালোবাসেন। সেই ফুল দিয়েও বাবার চরণে দেওয়া যেতে পারে।

মহাদেবের পূজোর সময় তাঁকে শ্বেত চন্দনের তিলক একে দিতে পারেন। শ্বেত চন্দন বাবার মাথা মাথা ঠাণ্ডা রাখবে এবং জীবনে সুখশান্তি বিরাজ করবে। তবে ভস্মও কিন্তু বাবার প্রিয় একটি জিনিস। বাবার মাথায় জল ঢালার পর মহাদেবকে উৎসর্গ করলে তিনি প্রসন্ন হন। তবে খেয়াল রাখবেন সাপ কিন্তু বাবার অলঙ্কার স্বরূপ। তাই অষ্টধাতু বা পাথর যা দিয়েই শিব লিঙ্গ বানাবেন, তাতে যেন সাপ অবশ্যই থাকে।শিবলিঙ্গ বাড়িতে বা মন্দিরে রাখলে, তাঁকে সকলের সামনে রাখা উচিত। আড়ালে এককোণে না রেখে যেখানে সহজে নিত্য পূজো সম্ভব সেখানে রাখা ভালো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.