যৌন সম্পর্ক না করেই প্রজনন করে পিঁপড়ে! জানুন এমনই কিছু অবাক করা তথ্য


ODD বাংলা ডেস্ক:  এক কথায় বলতে গেলে, পিঁপড়ে একটি বিস্ময়কর প্রাণী। আজ পিঁপড়ে সম্পর্কে আপনাদের এমনকিছু তথ্য জানাব, তা জানলে আপনারাও অবাক হবেন।
  • পিঁপড়ের চোখ- আমাদের মতো পিঁপড়ার চোখ থাকলেও পিঁপড়ার কিন্তু চোখের পাতা নাই। তবে তার জন্য এদের দেখতে সমস্যা হয় না। অধিকাংশ পিঁপড়ার দুটি চোখ থাকে, এতে  কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে এরা খুব ভালো দেখতে পায়।
  • পিঁপড়ের পাকস্থলী রয়েছে দুইটি- পিঁপড়ে দেখতে আকারে ছোট হলেও এদের পাকস্থলী কিন্তু দুইটি। আমাদের এত বড় শরীরে একটি পাকস্থলী থাকলেও গবেষণায় প্রমানিত যে পিঁপড়ার ছোট শরীরে পাকস্থলী রয়েছে দুইটি!
  • পিঁপড়ের কান নেই- মানুষ বা অন্যান্য প্রাণীর মত পিঁপড়ের কিন্তু কোন কান নেই! ভাবছেন তাহলে এরা শুনতে পায় কিভাবে? ওদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশনের মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। 
  • পিঁপড়ার প্রজাতি -অন্যান্য পোকামাড়কের মতো পিঁপড়ারও বিভিন্ন প্রজাতি রয়েছে। পিঁপড়ের কত প্রজাতি রয়েছে জানেন? জানলে অবাক হবেন সারাবিশ্বে পিঁপড়ের প্রায় ১২ হাজার প্রজাতি রয়েছে।
  • সর্ব বৃহৎ মস্তিষ্কের অধিকারী-ছোট পিঁপড়ের সবচেয়ে বড় মস্তিস্ক। পোকামাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হল পিঁপড়ে। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় ২৫০,০০০ টি কোষ বেশি রয়েছে।
  • পিঁপড়ে ঘুমায় না- আমাদেরকে প্রতি দিন ৭-৮ ঘন্টা ঘুমাতে হয়, অনেকে এর বেশিও ঘুমায়। কিন্তু আপনি কি জানেন? পিঁপড়া ঘুমায় না। কারণ এদের চোখের পাতা নাই, তাই এরা চোখ বন্ধ করতে পারে না।
  • কিছু পিঁপড়ে অযৌন প্রজনন ঘটায় -পিঁপড়ার কিছু প্রজাতি রয়েছে যাদের বংশবিস্তার করতে যৌনপ্রজনন প্রয়োজন হয়না। বিশেষ এক ক্লোনিং প্রক্রিয়ায় এরা বংশবিস্তার করে। নিষিক্ত ডিম নারী পিঁপড়ের দেহে বেড়ে উঠে আর অনিষিক্ত ডিম পুরুষ পিঁপড়ের দেহে।
  • সবচেয়ে বড় পিঁপড়ে- গবেষণায় দেখা যায় সবচেয়ে বড় পিঁপড়েগুলো সাধারণত ৩ থেকে ৫ সেন্টিমিটার লম্বা হয়। তবে পুর্বে যেসব পিঁপড়া ছিলো তাদের কিছু কিছু ৬ সেন্টিমিটার লম্বাও ছিল।
  • বন্যায় দিব্যি বেঁচে থাকতে পারে পিঁপড়ে- পিঁপড়েকে মারার জন্য আমরা সাধারণত পানির আশ্রয় নেই। অথচ জেনে অবাক হবেন পিঁপড়ারা দিব্যি বন্যায় বেঁচে থাকতে পারে। পিঁপড়েরা এক বিশেষ প্রক্রিয়ায় শ্বাসের কাজ চালায়। খুব বেশি প্রতিকূল পরিস্থিতিতে এরা শ্বাস বন্ধ করে রাখতে পারে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য ডুব দিয়েও থাকতে পারে!
  • পিঁপড়ারা সবচেয়ে বড় উপনিবেশ তৈরি করতে পারে- মনে করা হয় যে পিঁপড়েদের করা সবচেয়ে বড় উপনিবেশ ছিল প্রায় ৩,৬০০ মাইল এর! এই উপনিবেশ ইতালি, ফ্রান্স, স্পেনের মত বড় দেশগুলোর উপর দিয়েই গিয়েছে। আর এই উপনিবেশ তৈরি করে আর্জেন্টিনার একটি পিঁপড়ার প্রজাতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.