শুভ চৈত্র নবরাত্রি, জানুন ঘটস্থাপনের শুভ সময়
ODD বাংলা ডেস্ক: বাংলায় দুর্গোৎসব, যা অন্য রাজ্যে নবরাত্রি। মা দুর্গার আরাধনা। ৯ দিন ধরে নবরাত্রি পালন করা হয়। এই নয় দিন মা দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। আষাঢ় মাস, আশ্বিন, মাঘ ও চৈত্র এই চারমাস নবরাত্রি পালন করা হয়। চৈত্র মাসের নবরাত্রিকে চৈত্র নবরাত্রি (Chaitra Navratri) বলা হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হয়েছে গত ২এপ্রিল থেকে, চলবে আজ তথা ১০ এপ্রিল পর্যন্ত।
নবরাত্রির অষ্টম দিনে মহাঅষ্টমী পালিত হয়।আর রাম নবমী চৈত্র নবরাত্রির নবম দিনে উদযাপিত হয়। এ বছর ১০ এপ্রিল পালিত হবে রাম নবমী। নবরাত্রির সময় ঘটস্থাপনার এক বিশেষ তাৎপর্য রয়েছে । 'ঘট' বা 'কলশি' নয় দিন ধরে পুজো করা হয় । এই সময়ে 'অখণ্ড জ্যোতি' প্রজ্বলিত করা হয় । 'কলশ'বা 'কলশি'-কে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে মানা হয় । সেই কারণেই এটি দেবী দুর্গার আগে পুজো করা হয় ।
ঘটস্থাপনার শুভ সময় সকাল- ৬টা ১০ মিনিট থেকে ৮টা ৩১ মিনিট, দুপুরবেল - ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত
Post a Comment