সপ্তাহের এইদিনে এই দেবতার পুজো করুন, ঠাকুরের আশীর্বাদে ধন্য হবে জীবন
ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের সাতদিনের প্রতিদি দিনই কোনও না কোনও বিশেষে দেব-দেবীর পুজা করা হয়ে থাকেন। পুরাণ মতে, আসলে সপ্তাহের কোন দিন কোন দেবতার পুজো করা উচিত জেনে নিন-
- সোমবার- সোমবারের মাহাত্ম্য সকলেরই জানা। সোমবার মানেই শিবের বার। অর্থাৎ নির্দিষ্ট এই দিনে শিবের পুজো করা হয়। মহাদেবকে তুষ্ট করতে অনেকেই এই দিন উপবাস করেন বা নিরামিষ খান।
- মঙ্গলবার- মঙ্গলবার কোনও একজন দেবতার নয়, বরং এই দিন সিদ্ধিদাতা গনেশ, কালী এবং হনুমানের পুজো করা হয়। যাঁরা এই দিন ব্রত করেন, তাঁরা খাবারে নুন খান না।
- বুধবার- এই দিন ভগবান ভিথালের পুজো করা হয়। ইনি হলেন ভগবান বিষ্ণুর আর এক রূপ। এই দিন অনেকেই নতুন কাজ শুরু করেন।
- বৃহস্পতিবার- বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মীর পুজো করা হয়। ধন সম্পত্তি, অর্থ, প্রতিপত্তি, ব্যবসায়ে শ্রী বৃদ্ধির জন্য বৃহস্পতিবারে লক্ষ্মীর আরাধনা করেন ব্যবসায়ীরা।
- শুক্রবার- শুক্রবারেও একাধিক দেবতার পুজো করা হয়। এই দিন দেবী মহালক্ষ্মী, সন্তোষী, দুর্গা এবং দেবী অন্নপূর্ণার পুজো করা হয়।
- শনিবার- এই দিন শনি দেবতার পুজো করা হয়।
- রবিবার- রবিবার সূর্য দেবতার দিন। এই দিন সূর্যের পুজো করা হয়। এই দিনে উপবাস করলে সূর্য ওঠার আগে ও সূর্য অস্ত যাওয়ার পরে খাবার খেয়ে থাকেন।
Post a Comment