অবশেষে মিলল সুখবর! আজ কলকাতায় প্রথম কালবৈশাখী


ODD বাংলা ডেস্ক: গা জ্বালানো গরম থেকে অবশেষে মিলবে স্বস্তি। বৃহস্পতিবার থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে। স্বস্তি দিতে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)।

কলকাতায় প্রথম কালবৈশাখী

হাওয়া অফিস জানাচ্ছে, এদিনই মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে কলকাতা। যার ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে। এছাড়াও লকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬-৮৮ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

ওদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে। দার্জিলিঙের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচদিন দার্জিলিঙে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এমনকী আগামী বুধবার অর্থাৎ ২২ এপ্রিল দার্জিলিঙে শিলাবৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.