মসজিদের সামনেই হনুমান চালিশা পাঠ করা হবে, হুমকি দিলেন রাজ ঠাকরে

ODD বাংলা ডেস্ক: মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তাঁর দাবি, মসজিদের সামনে থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ না দেওয়া হলে তাঁর দলের কর্মীরা সেখানে হনুমান চালিশা পাঠ করবেন। শনিবার সন্ধ্যায় শিবাজী পার্কে একটি সভা থেকে ঠাকরে বলেন, ‘‘মসজিদের সামনে লাউডস্পিকার লাগানোর কী প্রয়োজন? ওই ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল?’’ আরও বলেন, ‘‘সরকার যদি পদক্ষেপ না করে আমার দলের কর্মীরা ব্যবস্থা নেবে। মসজিদের সামনে হনুমান চালিশা শোনানো হবে।’’

যদিও রাজের দাবি, তিনি কোনও ধর্মের বিরোধিতা করছেন না। কারও প্রার্থনা নিয়েও তাঁর কোনও বক্তব্য নেই। তিনি নিজের ধর্ম নিয়ে গর্বিত। অন্য ধর্মাবলম্বীকেও সম্মান করেন। এর পর আবার মুম্বইয়ের মাদ্রাসাগুলিতে অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করতে শোনা গিয়েছে এমএনএস প্রধানকে। 

পাশাপাশি উত্তরপ্রদেশের যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেন রাজ। তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ যে ভাবে এগোচ্ছে, তা দেখে আমি খুশি। ওই একই উন্নয়ন আমরা মহারাষ্ট্রেও দেখতে চাই। আমি অযোধ্যাও যাব। সেখানে হিন্দুত্ব নিয়ে কথা বলব।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.