কড়া নাড়ছে চতুর্থ ঢেউ! মমতার সঙ্গে বৈঠকে মোদী?
ODD বাংলা ডেস্ক: দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫০০-র বেশি মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই উদ্বেগে রয়েছে কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছেন দেশবাসীকে। করোনাকে এখনও হাল্কা ভাবে নেওয়ার সময় হয়নি বলে জানিয়েছেন তিনি।
পরিস্থিতি সামাল দিলে দেশের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। নবান্নের তরফে এখনও তা নিশ্চিত করা হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই বৈঠকে উপস্থিত থাকবেন।
কড়া নাড়ছে চতুর্থ ওয়েভ। এবার তাই মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকলেন মোদী। ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ বৈঠক ডেকেছেন তিনি। সেই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই যেমন থাকবেন তেমনই থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সূত্রের খবর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Post a Comment