সব সময় পকেটে টাকার টানাটানি! দেখুন তো, এই বদঅভ্যেসগুলি আছে নাকি আপনার?

ODD বাংলা ডেস্ক: সব সময় জীবনে আর্থিক সমস্য়া লেগে রয়েছে? এই অভ্যেস থাকলে আজই বদলে ফেলতে হবে। গরুড় পুরাণমতে, মানুষের কিছু স্বভাব জীবনে বড় প্রভাব ফেলে। কিছু বদঅভ্যেসের জন্য আর্থিক টানাটানি লেগেই থাকে। তার মধ্যে একটি হল, ময়লা জামাকাপড় পরা।

অর্থ উপার্জনের ফলে অহংকার বলে সেই ব্যক্তির পতন অনিবার্য। এতে বুদ্ধি নষ্ট হয়, আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্কও আগের মতো থাকে না।

পরিশ্রম করতে ভয় পেলে জীবনে উন্নতি আটকে থাকে। আমরা কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চাই না। ফলে দায়িত্বপ্রাপ্ত কাজও ভাল করে শেষ করতে পারি না। এতে আর্থিক শ্রীবৃদ্ধি আটকে যায়।

বসে, ঘুমিয়ে, সারাক্ষণ বিশ্রাম নিয়ে সময় কাটালে জীবনে উন্নতি থমকে যায়। সময়ের কাজ সময়ে করা ভাল। ঘুমের সময় ঘুম, কাজের সময় কাজ।

সব সময় পরনিন্দা, পরচর্চা করা, অকারণে কারও খামতি বের করা, কারও উপর চেঁচামেচি করা, এসব বদঅভ্যেস থাকলে আজই বদলে ফেলুন। না হলে জীবনে দুর্দশা চলবেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.