আমাজন অরণ্যের গভীরে একা থাকে রহস্যময় সুড়ঙ্গ-মানব! তারপর...
ODD বাংলা ডেস্ক: ভয়ঙ্কর ও দুর্ভেদ্য আমাজন অরণ্যের কেন্দ্রস্থলে বাস করে একজন মানুষ। সম্পূর্ণ একা। মাঝে মাঝে তাকে গভীর জঙ্গলের বিভিন্ন জায়গায় দেখা যায়। আবার কয়েক বছরের জন্য গভীর জঙ্গলের নিশ্ছিদ্র অন্ধকারে নিজের ইচ্ছাতেই সে হারিয়ে যায়।
মানুষটির ছবি প্রথম তোলা হয় ১৯৯৬ সালে। গবেষকরা ব্রাজিলের রোন্দোনিয়া প্রদেশের জঙ্গলে তাকে এক ঝলক দেখতে পান । ২০১৯ সালে আবার দেখা গেল সেই নিঃসঙ্গ উপজাতীয় মানুষটিকে। রহস্যময় মানুষটির নাম দেওয়া হয়েছে সুড়ঙ্গ-মানব।
মানুষটির বয়স পঞ্চাশের আশেপাশে। মনে করা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর বয়স্ক মানুষটি আমাজনের মত দুর্ভেদ্য জঙ্গলে ২৪ বছর ধরে একা বাস করছে। সম্প্রতি তাকে আবার দেখতে পাওয়া গেছে। তাই ভীষণ খুশি FUNAI সংস্থার কর্মীরা। সুড়ঙ্গ-মানব তাহলে বেঁচে আছে।
কেন একা একা থাকে সুড়ঙ্গ-মানব!
একদিন তার দল ছিল। আজ নেই। তাই সে একা। গবেষকরা বিশ্বাস করেন বিংশ-শতাব্দীর শেষ ভাগে আমাজনের জমিতে সভ্যতার চরম থাবাটি পড়ে। জঙ্গলের ভেতর কৃষি জমির সন্ধানে, কাঠ ও অন্যান্য সম্পদের লোভে পালে পালে ঢুকে পড়ে সভ্য জগতের মানুষরা।
Post a Comment