ঠোঁটের এ কি অবস্থা! নুসরত জাহানের ভিডিও দেখে অবাক নেটনাগরিকরা


ODD বাংলা ডেস্ক: সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে এমনিতেই বির্তকের শেষ নেই। অবশ্য সে সবে কান দিতে নারাজ অভিনেত্রী।নেগেটিভিটির তোয়াক্কা না করেই পজিটিভিটিকেই জীবনের মন্ত্র বানিয়েছেন নুসরত। তবে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর সেই ভিডিয়ো দেখার পর ফের উঠেছে সমালোচনার ঝড়। নুসরতের (Nusrat Jahan) অনুরাগীরা অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন তাঁর এই ভিডিও দেখে।

কিন্তু কী এমন ছিল এই ভিডিওতে। আপনারাই দেখুন...



একটি রিল বানান অভিনেত্রী যেখানে তাঁর ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেকটা মোটা। সাধারণত সার্জারি করালে এমনটা হয়ে থাকে। নেটিজেনদের কেউ মন্তব্য করে লেখেন, ‘ওটা ঠোঁট নাকি বেলুন!’, আরেকজন লেখেন, ‘কী ভয়ানক লাগছে! সব দায় ঠোঁটের’, আবার কেউ লিখেছেন, ‘বিষাক্ত ঠোঁট’। কেউ আবার লিখেছেন, এটা কী ঠোঁট বাপ রে! 

সোশ্যাল মিডিয়ায় ফিল্টার ব্যবহার করেও ঠোঁট এমন মোটা করা যায়। এই ভিডিয়োতে তেমনটাই করেছেন নুসরতও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.