মোবাইলে কথা বলতে বলতে আচমকা ম্যানহোলে পড়ে গেলেন মহিলা!তারপর...


ODD বাংলা ডেস্ক: মোবাইল ফোনে কথা বলতে বলতে কতরকমের দুর্ঘটনাই না ঘটে যায়! মোবাইল ব্যবহারে অসচেতনতার কারণে অনেক সময় ঘটতে পারে জীবনহানিও। এমনই এক ঘটনা ঘটেছে বিহারের পাটনায়।

এক মহিলা ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎই খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। সোশ্যালে ভাইরাল হওয়া  ভিডিও ফুটেজে দেখা যায় যে, এক মহিলাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। তার সামনে একটি অটো রিকশা ছিল। রিকশাটি সামনে এগোলেই রাস্তার মাঝখানে রিকশার নিচে লুকানো একটি খোলা ম্যানহোল দেখা যায়। তবে ওই তরুণী ফোনে কথা বলায় এতো মগ্ন ছিলেন যে ম্যানহোলটিকে না দেখে সোজা সেটির ভেতরে পড়ে যান। 

তবে সৌভাগ্যবশত ঘটনার সময় কাছেই কয়েকজন দাঁড়িয়ে থাকায় তারা দৌঁড়ে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.