চোখ রাঙাচ্ছে করোনা! ফের বাধ্যতামুলক হচ্ছে মাস্ক


ODD বাংলা ডেস্ক: দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । তার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশেও (Uttar Pradesh)। তাই পরিস্থিতি সামল দিতে ফের কড়া মাস্কবিধি ফিরছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে লখনউে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ৬টি এনসিআর জেলাতেও একই নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মেরঠ, বুলন্দশহর, বাঘপাট-এই কটি জায়গায় মাস্ক পরা নিয়ে ফের ফিরছে কড়াকড়ি। গত ২৪ ঘণ্টায় এই এলাকাগুলি থেকে একাধিক সংক্রমণের (Infection) হদিশ পাওয়া গিয়েছে। আপাতত ওই এলাকাগুলিতে কড়া নজর রাখছে উত্তরপ্রদেশ সরকার। চলতি মাসের প্রথম দিকেই কোভিড কমে যাওয়ায় মাস্ক বিধি শিথিল করেছিল উত্তরপ্রদেশ সরকার।   

তবে ক্রমেই চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ। সম্প্রতি একটি সমীক্ষায়  দাবি করা হয়েছে যে, দিল্লি-এনসিআর (Delhi NCR)-এর  বাসিন্দাদের মধ্যে গত ১৫ দিনে ৫০০% সংক্রমণ বেড়েছে।  দিল্লি-এনসিআর-এর প্রায় ১৯ শতাংশ বাসিন্দা একটি সমীক্ষার প্রতিক্রিয়া জানিয়েছেন, তাঁদের পরিবার বা ঘনিষ্ঠ গণ্ডির মধ্যে এক বা একাধিক ব্যক্তি  গত ১৫ দিনের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। 'COVID network prevalence' নামে এক সংস্থার সমীক্ষাতে দেখা গিয়েছে, গত ১৫ দিনে ৫০০ শতাংশ বেড়েছে ভাইরাসের সংক্রমণ। সার্ভেটিতে Delhi - NCR এর ১১,৭৪৩ জনের ( 11,743 residents) থেকে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.