লেখাপড়াকে উৎসাহ দিতে গ্রামের মোড়ে মোড়ে তৈরি হচ্ছে বইঘর
ODD বাংলা ডেস্ক: কেরলের কোল্লাম জেলার একটি গ্রামের নাম পেরুমকুলাম। গত বছরের জুনে গ্রামটিকে বইয়ের গ্রাম হিসেবে ঘোষণা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। জাতীয় অধ্যয়ন দিবস উপলক্ষ্যে এ ঘোষণা করেন তিনি। কেরলে এটিই প্রথম বইয়ের গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতির পেছনে মূল ভূমিকা রেখেছে কেরলের বাপুজি স্মারক গ্রন্থাগার।
পেরুমকুলামের মোড়ে মোড়ে দেখা মিলবে ছোট ছোট বইঘরের। ইচ্ছামতো সেই বই নেওয়া যায়, পড়া যায়। পড়া শেষে সেই বই রেখে দেওয়াই নিয়ম। সেই বইঘরের রাখা থাকে সংবাদপত্রও।এছাড়াও মহারাষ্ট্রের সাতারা জেলার ভিলারকেও বইয়ের গ্রাম বলা হয়। পড়াকে উৎসাহিত করতে এরকম গ্রাম তৈরি করা হচ্ছে ভারতে।
Post a Comment