সমস্ত রেকর্ড ভেঙে দিল পেট্রল-ডিজেলের দাম

ODD বাংলা ডেস্ক: পেট্রল-ডিজেলের লাগাতার মৃল্যবৃদ্ধি কার্যত নাভিশ্বাস তুলে দিচ্ছে মধ্যবিত্তের। একটানা বেড়েই চলেছে দাম। এই নিয়ে গত ১৪ দিনে অন্তত ১২ বার দাম বাড়ল জ্বালানির। 

আজ সোমবার, সপ্তাহের প্রথমদিনেই দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। যা নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি আদতে পরিবহন থেকে শুরু করে সবকিছুর ওপর প্রভাব ফেলে। জ্বালানির দর বাড়লে, তার জন্য নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রীর দর বৃদ্ধিরও প্রভাব থেকে যায়।

গতকাল রবিবার, দেশের ছোট বড় সমস্ত শহরগুলোয় দাম বেড়েছিল পেট্রল-ডিজেলের৷ লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম প্রায় 1 টাকার কাছাকাছি, 80 পয়সা দাম বেড়েছিল৷ আজ সোমবার, সপ্তাহের প্রথমদিনে, প্রায় 40 পয়সা দাম বেড়েছে পেট্রল-ডিজেলের।

আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 113.45 টাকা। লিটার প্রতি ডিজেল 98.22 টাকা। আজ কলকাতায় পেট্রলের দর প্রতি লিটারে বেড়েছে 42 পয়সা। লিটার প্রতি ডিজেলের দর বেড়েছে 40 পয়সা। এই নিয়ে টানা তিনদিন দাম বাড়ল পেট্রল-ডিজেলের। রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দর, 103.81 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 95.07 টাকা। লিটার প্রতি পেট্রলের দাম আজ বেড়েছে প্রায় 40 পয়সার কাছাকাছি। ডিজেলের ক্ষেত্রেও আজ একই দর বৃদ্ধি।

দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে লিটার প্রতি পেট্রলের দাম 118.83 পয়সা। লিটার প্রতি ডিজেলের দর 103.47 পয়সা। লিটার প্রতি পেট্রলের দর আজ বৃদ্ধি পেয়েছে 42 পয়সা। লিটার প্রতি ডিজেলের দর বেড়েছে 43 পয়সা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.