ডিজেল ১০০ টাকা ছুঁইছুঁই! কলকাতায় পেট্রলের দামে আগুন


ODD বাংলা ডেস্ক: 
জ্বালানির দামে নাজেহাল শহরবাসীর। ক্রমেই বেড়ে চলেছে পেট্রল-ডিজেল থেকে শুরু করে CNG-র দামও। এ পরিস্থিতিতে চলতি সোমবারেও জ্বালানির দাম কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। এদিন ফের একবার স্থির রইল পেট্রল-ডিজেলের দাম। যা মোটেই স্বস্তি দিচ্ছে না মধ্যবিত্তের পকেটকে।

আজ এই নিয়ে একটানা 19 দিন জ্বালানির দাম রইল অপরিবর্তিত। যা কিনা প্রায় তিন সপ্তাহের সমান। দেখে নেওয়া যাক আজকের পেট্রল-ডিজেলের দাম।

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম 

গত ১৯দিন ধরে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 115.12 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 99.83 টাকা।

দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম 

দেশের রাজধানী শহরে পেট্রল-ডিজেলের দাম তুলনামূলক কম থাকলেও, তা উপরের দিকেই। এই শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 105.41 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 96.67 টাকা। জ্বালানির চড়া দামে অস্থির দিল্লিবাসীও।

মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম 

মহারাষ্ট্র জুড়ে জ্বালানির দাম রয়েছে চড়া। মুম্বই শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 120.51 টাকা। লিটার প্রতি ডিজেল 104.77 টাকা। দেশের অন্য কোনও রাজ্যে জ্বালানি এখনও 120 টাকা লিটার ছোঁয়নি।

চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম 

এখানে লিটার প্রতি পেট্রলের দর রয়েছে 110.85 টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 100 টাকা 94 পয়সা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.