জ্বালানীর জ্বালায় জেরবার সাধারণ মানুষ, আজ কত পেট্রলের দাম
ODD বাংলা ডেস্ক: হু হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। তবে কলকাতা তথা দেশের বড় শহরে শুক্রবার জ্বালানির দাম রইল স্থির। তবে, দাম না বাড়লেও জ্বালানীর জ্বালায় জেরবার সাধারণ মানুষ।মানুষ। ফের দাম বৃদ্ধি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৮ দিনের মধ্যে ১৪ দিনই দাম বেড়েছে পেট্রল-ডিজেলের।
কলকাতায় আজ পেট্রলের দাম রয়েছে 115.08 টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম লিটার প্রতি 99.82 টাকা। বুধবার থেকে এই দামই বজায় রয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি 104.61 টাকা। অন্যদিকে, ডিজেলের দাম লিটারপ্রতি 95.07 টাকা। মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে জ্বালানির দাম তুলনামূলক অনেকটা সস্তা। যদিও পেট্রলের দাম 100-এর উপরে ও ডিজেলের দাম 96 টাকার কাছাকাছি।
বাণিজ্য নগরীতে পেট্রল-ডিজেলের দাম রয়েছে সবচেয়ে বেশি। মুম্বই শহরে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 120.51 টাকা। পাশাপাশি ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 104.77 টাকা প্রতি লিটার।দক্ষিণের একাধিক শহরে জ্বালানির দাম রয়েছে চড়া। চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে 110.89 টাকা। পাশাপাশি চেন্নাইতে ডিজেলের দাম রয়েছে 100.98 টাকা।
Post a Comment