পেট্রলের দাম ১২০টাকা পেরল!

ODD বাংলা ডেস্ক: পেট্রল-ডিজেলের দামে কোনও বদল নেই। টানা ১৪ দিন, তেলের দাম অপরিবর্তিত। এর আগের সপ্তাহে, নাগাড়ে বাড়ছিল জ্বালানির দাম।  তবে এখন যদিও দাম না বাড়লেও, দাম কমেওনি কোথাও। দেশের কোনও শহরেই এক পয়সাও কমেনি পেট্রল-ডিজেলের দাম। যে কারণে দুশ্চিন্তার ভাঁজ সকলের কপালেই। 

দেখে নেওয়া যাক দেশের কোন শহরে আজ কত পেট্রল-ডিজেল

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম 

আজ কলকাতায় লিটার প্রতি পেট্রল 115.12 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 99.83 টাকা। দাম না বাড়লেও, দাম কমেওনি। ফলত, বাস্তবে মোটেই স্বস্তিতে নেই কলকাতার বাসিন্দারা।

দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম 

দেশের রাজধানী দিল্লি শহরেও বেশ চড়া পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম 105.41 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 96 টাকা 67 পয়সা। 

মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম

বাণিজ্যনগরী মুম্বই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। লিটার প্রতি দর 120.51 টাকা। লিটার প্রতি ডিজেল 104.77 টাকা। দামে কোনও বদল নেই।

চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম

চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম 110.85 টাকা। লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে 100.94 টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.