২০২২-এর প্রথম বিদেশ সফরে মোদী, যাচ্ছেন ইউরোপ

ODD বাংলা ডেস্ক: ‎চলতি বছরের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসের শুরুতেই জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সফর করবেন মোদী। বুধবার একথা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

জানা যাচ্ছে, বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের (Olaf Scholz) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। পাশাপাশি ভারত-জার্মানি ইন্টার গভর্নমেন্টাল কনসালন্টেশনস (IGC) ষষ্ঠ পর্যায়ে মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা। IGC-তে এই প্রথম জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী। 

বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দু'দেশের মধ্যে সহযোগিতা বিস্তারের সুযোগ বাড়বে এই সফরে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময়ের সুযোগ পাবে দুই সরকার। সফর চলাকালীন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে বক্তব্য পেশ করবেন একটি বিজনেস ইভেন্টে। জার্মানে ভারতীয়দের উদ্দেশেও বক্তব্য রাখবেন মোদী।

এরপর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে কোপেনহেগেনে যাবেন মোদী। সেখানে India-Nordic Summit-এও অংশ নেবেন মোদী। সফর চলাকালীন দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। ভারত-ডেনমার্ক বিজনেস ফোরামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। নর্ডিক নেতাদের সঙ্গেও আলাপচারিতা করবেন মোদী।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিমারি পরবর্তী সময়ে আর্থিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির মতো বিষয় সামিটে আলোচনায় প্রাধান্য পেতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.