শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা


ODD বাংলা ডেস্ক: সাতসকালে রেল অবরোধ। জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল। শনিবার শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে বেতবেড়িয়া স্টেশনে ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছ রেল পুলিশ। ট্রেন অবরোধের জেরে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।

সূত্রের খবর, এদিন সকালে আপ ক্যানিং-শিয়ালদা লোকাল ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা। সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ আপ ক্যানিং-শিয়ালদা লোকাল ট্রেন বাতিল করা হয় এদিন। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীদের একাংশ। তারই প্রতিবাদে রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ। ওভার হেডের তারে কলাপাতা ফেলে রেল অবরোধ করেন তাঁরা।

যদিও রেল সূত্রে খবর, মালগাড়ি ঢোকার কারণে নির্দিষ্ট কয়েকটি ট্রেন বাতিল থাকবে, তা জানানো হয়েছিল। এদিনের বিক্ষোভের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন থমকে যায় মাঝপথে। যার জেরে অফিস টাইমে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। কী কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে যাত্রীদের বোঝায় পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। তবে, অবরোধের জেরে ওই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.