মাত্র ৩ বছর বয়সে এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন ঋষি কাপুর!
ODD বাংলা ডেস্ক: অভিনয় ছিল তাঁর রক্তে। বাবা রাজ কাপুর, ঠাকুরদাদা পৃথ্বীরাজ কাপুর-এর বংশধর ঋষি অভিনয় জগতে একটা মাইলস্টোন তৈরি করে রেখে গিয়েছেন। সব জায়গা শোনা যাচ্ছে যে, ঋষি কাপুরের প্রথম বড় পর্দায় আসা রাজ কাপুরের ছবি 'মেরা নাম জোকার'-এর হাত ধরে। তবে আপনাদের বলে রাখি খবরটি আংশিক সত্য।
আসলে বড় পর্দায় ঋষি কাপুরকে প্রথম দেখা গিয়েছিল রাজ কাপুর এবং নার্গিস অভিনীত কালজয়ী ছবি 'শ্রী ৪২০'-তে। সেই সময় ঋষির বয়স মাত্র ৩ বছর। 'শ্রী ৪২০' ছবির জনপ্রিয় গান 'পেয়ার হুয়া এক রার হুয়া হ্যায়'-এর একটি দৃশ্যে বৃষ্টির মধ্যে তিনটি বাচ্চার হাত ধরাধারি করে আসার একটি দৃশ্য ছিল। তার মধ্যে সবচেয়ে ছোট্ট যে শিশুটি তিনিই হলেন ঋষি কাপুর।
একবার একটি সাক্ষাতকারে ঋষি জানিয়েছিলেন, গানের দৃশ্যে তাঁর সঙ্গে তাঁর বড় ভাই এবং বড় বোনও ছিলেন। সেইসময় তাঁকে দিয়ে শট দেওয়ানোটা খুবই কঠিন হয়ে পড়েছিল। কারণ যখনই শট শুরু হত এবং বৃষ্টির জল তাঁর মুখে পড়ত তখনই কাঁদতে শুরু করে দিতেন তিনি। যার কারণে বারবার শট রিটেক করতে হচ্ছিল। এমন সময়ে নার্গিস তাঁকে বলেন, যদি সে তাঁর চোখ খোলা রাখে এবং শট চলাকালীন না কাঁদে, তাহলে নার্গিস তাঁকে একটি চকোলেট দেবেন। আর তারপর কেবল চকোলেটের লোভেই বৃষ্টির মধ্যে না কেঁদে শট দিয়েছিলেন এবং সেটাই ছিল তাঁর প্রথম ক্যামেরার সামনে আসা। এরপর হিরো হিসাবে 'ববি' ছবির হাত ধরে নায়কের পথ চলা শুরু। বাকিটা ইতিহাস।
Post a Comment