সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের ছবি শেয়ার করলেন সামান্থা! তবে কি...


ODD বাংলা ডেস্ক: অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রামে ভেসে উঠল প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর ছবি ( Naga Chaitanya )! অবাক হচ্ছেন তো? এতদিনের অশান্তি এবং ডিভোর্সের পরেও সত্যিকারের পেশাদার অভিনেত্রী বলেই হয়তো এটা সম্ভবপর করে তুললেন সামান্থা। প্রাক্তন নাগা চৈতন্যের সঙ্গে অভিনীত ছবি মজিলির তিন বছরের উদযাপন করলেন সামান্থা।


ইনস্টাগ্রামে নিজেই স্টোরি শেয়ার করলেন অভিনেত্রী। মজিলির তিন বছর, এই উপলক্ষেই ছবির একটি পোস্টার শেয়ার করেছেন যেখানে রয়েছে নাগা চৈতন্যের বিখ্যাত চরিত্র পূর্ন চন্দ্র রাও।সম্পর্কের তিক্ততার জেরে বেশ কিছুদিন আগেই নাগা চৈতন্য কে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন সামান্থা। তাতেও বেশ শোরগোল পড়ে যায় অনুরাগীদের মধ্যে।

যথারীতি ডিভোর্সের পর থেকে দুজনের তরফেই সেরকমভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি একই সেটে দুটি আলাদা ছবির শ্যুটিং চলাকালীনও একে অপরকে এড়িয়েই চলতেন নাগা-সামান্থা।তবে তাঁর প্রোফাইলে নাগা চৈতন্যের ছবি দেখে নস্টালজিক তাঁদের ভক্তরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.