শাহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করলেন বিরোধীরা

ODD বাংলা ডেস্ক:  শাহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করলেন বিরোধীরা। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দাখিল করলেন শাহবাজ। ইমরান সরকারের পতনের পরেও পাকিস্তানে টানটান নাটক। পরবর্তী পাক প্রধানমন্ত্রী পদে শাহবাজের শরিফকে নিয়ে জল্পনার মধ্যেই বড় ট্যুইস্ট ইসলামাবাদে।

বেআইনি লেনদেন মামলায় শাহবাজকে সমন পাঠাল লাহৌর হাইকোর্ট। কালই ছেলে সহ শাহবাজ শরিফকে তলব। কালই দুপুর দুটোয় পরবর্তী পাক প্রধানমন্ত্রী নির্বাচন, বলে জানা গিয়েছে। 

ইমরান গদিচ্যুত হতেই পাকিস্তানে (Pakistan Political Crisis) পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের (Pakistan Prime Minister Election)  তোড়জোড়। সোমবার সকাল ১১টায় পরবর্তী পাক প্রধানমন্ত্রী নির্বাচন। তার জন্য রবিবার দুপুর ২টো নাগাদ শুরু হবে মনোনয়নপত্র গ্রহণ। পাক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত বাকিদের চেয়ে এগিয়ে রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ (Shehbaz Sharif)।

দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার মধ্যরাতের পর পাকিস্তানের মসনদ থেকে অপসারিত হন ইমরান। তাঁর গদিচ্যূত করার পক্ষে ভোট দেন অ্যাসেম্বলির ১৭৪ সদস্য। ভোটাভুটির সময় অ্যাসেম্বলিতে উপস্থিত ছিলেন না ইমরান। ছিলেন না তাঁর দলের কোনও সদস্যও। পরাজয়ের খবর পেয়েই এর পর ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে ইমরান বেরিয়ে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.