বিনা কারণে কুকুর এসেছে বাড়িতে, আচমকা ঘরে ঢুকেছে ঘাসফড়িং, জানেন এসব কীসের ইঙ্গিত
ODD বাংলা ডেস্ক: বাড়িতে কুকুর বিনা কারণে এসে বাস করতে থাকলে বা কেউ বিনা কারণে কুকুরছানা উপহার দিল পুষতে- এই ঘটনা অত্যন্ত শুভ লক্ষণ। এতে বাড়ির এমন কিছু কাজ যা গ্রহগত কারণে বাধা পাচ্ছিল, সেই বাধা কেটে যায়, সুদিনের মুখ দেখা যায়। আর কুকুরটি যদি কালো হয়, তা হলে বোঝায় বাড়ির লোকেরা ভাল রকমের ধনসম্পদের মালিক হতে যাচ্ছে। আর সাদা কুকুর হলে বোঝায় প্রেম ও রোমান্স, সোনালি রঙের কুকুর হলে বোঝায় বিশেষ উন্নতি ও সুখ।
ঘাস ফড়িং যদি ভুল করে কারও ঘরে ঢুকে পড়ে, তা হলে তিনি কোনও প্রভাবশালী ব্যাক্তির সাহায্য পেতে চলেছেন। আর ব্যাঙ যদি ঢুকে পড়ে, তা হলে তাঁর আর্থিক উন্নতি ত্বরান্বিত হতে চলেছে। লেডিবাগ এলে বোঝায় বাড়িতে নতুন কোনও অতিথি আসছে।
কেউ যদি কোনও শুভদিনে যেমন,পূর্নিমা, ধর্মীয় কোনও শুভদিন, আপনাকে কেউ বা কোনও ব্যক্তি কোনও টাকাকড়ি অফার করে বিনা কারণে উপহার হিসেবে, এটা বোঝায় আসন্ন ভবিষ্যতে আপনার প্রভূত আর্থিক উন্নতি হবে। অবশ্যই জন্মদিনে, বা ওই রকম দিনে আমরা যেসব টাকাকড়ি পেয়ে থাকি সেখানে এই ফল হবে না।
Post a Comment