Solar Eclipse 2022: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে শনিবার, কোথা থেকে দেখা যাবে
ODD বাংলা ডেস্ক: ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এপ্রিলেই। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় - পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, প্রভৃতি।
৩০ এপ্রিলের সূর্যগ্রহণ হবে আংশিক। পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষ পথে পরিভ্রমণরত অবস্থায় সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করলে চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়ে, তখনই সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, তবে হিন্দু ধর্ম অনুযায়ী কোনও গ্রহণ-ই শুভ বিষয় নয়।
চলুন জেনে নেওয়া যাক, সূর্যগ্রহণের সময় -
সূর্যগ্রহণের দিন ও সময় চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল, শনিবার। এই দিন অমাবস্যাও পড়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে ৩০ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এবং বিকেল ০৪টা ০৭ মিনিট পর্যন্ত চলবে। তাই ভারতে এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে না। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২৫ অক্টোবর, মঙ্গলবার।
কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে? ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, আটলান্টিক মহাসাগরীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। ভারতে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই দেশে সূতক কালও বৈধ হবে না। সূতক কাল হলে যে কোনও ধরনের মাঙ্গলিক কার্য নিষিদ্ধ থাকে।
Post a Comment