ঠিক যেন 'সিলসিলা'!শোভন চট্টোপাধ্যায়কে পেছন থেকে জাপটে ধরলেন বৈশাখী...
ODD বাংলা ডেস্ক: গত বছর পুজোর সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হিট শোভন-বৈশাখী। কখনও মম চিত্তে গানের সঙ্গে নাচ, কখনও আবাপ পিয়ানো বাজিয়ে আদুরে আলাপ। সংবাদমাধ্যমে এইসব ছবি প্রকাশ্যে আসার পর তা হু হু করে ভাইরাল হয়ে ফিরেছে সাধারণ মানুষের ফোনো ফোনে। তারপর সেখান থেকে ট্রোলিং-রোস্টিং কোনওকিছু থেকেই বাদ যাননি।
আর এবার যুগলে পাড়ি দিলেন ভূস্বর্গে। মেয়ে মহুলকে নিয়ে বৈশাখী বন্দোপাধ্যায় বেড়াতে গিয়েছিলেন কাশ্মীর, সঙ্গেল ছিলেন অবশ্যই শোভন চট্টোপাধ্যায়।সেখান থেকে ফেরার পর তাঁদের ফেসবুক পেজ 'বৈশাখী শোভন ব্যানার্জী'তে বেশ কিছু ছবি শেয়ার করেন দিন কয়েক আগে। মুহূর্তে সেই সব ছবি ভাইরাল হয়ে যায়। এরপর রবিবার বেড়ানোর আরও কিছু মুহূর্ত শেয়ার করেন তাঁরা। বলাই বাহুল্য সেই ছবিও ভাইরাল হতে সময় নেয়নি।
একেবারে ফিল্মি কায়দায় একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন যুগলে।
Post a Comment