এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তারি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। এই অবস্থায় রাজ্যে এগিয়ে এল গরমের ছুটি (Summer Vacation)। পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিবকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কতদিন চলবে ছুটি, তা এখনও জানানো হয়নি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। আমার কাছে খবর আসছে, গরমে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে। তাই গরমের ছুটি এগিয়ে আনা হোক।” রিভিউ বৈঠক থেকে শিক্ষাদপ্তরকে এমনই নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, মে মাসে করোনার প্রকোপ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। মে মাসের শেষ নাকি জুন মাসের শুরু পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, সেব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষাদপ্তর।
তীব্র দাবদাহের জেরে স্কুল যাতায়াত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। হিটস্ট্রোকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুও হয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে জানিয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এদিন সে কথাই ঘোষণা করলেম মুখ্যমন্ত্রী।
Post a Comment