২ বছর হতে চলল সুশান্তের মৃত্যুর! কোথায় দাঁড়িয়ে তাঁর মৃত্যু তদন্ত,কবে মিলবে বিচার

ODD বাংলা ডেস্ক: প্রায় ২ বছর হতে চলল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ।মাত্র ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যুকে শুরুতেই ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করে পুলিশ। তবে এ নিয়ে জলঘোলা কম হয়নি। সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা- তা বিস্তর চর্চা হয়েছে। তবে রহস্যের কূলকিনারা না হওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআইয়ের কাছে।

২০২০ সালের অগস্ট মাসে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এরপর মুম্বাইতে টানা এক সপ্তাহ ম্যারাথন জিজ্ঞাসাবাদও চালায় সিবিআইয়ের বিশেষ দল। কিন্তু তারপর থেকে সবকিছুই যেন ঢিলেতাল! সুশান্তের মৃত্যুর কিনারা তো দূর অস্ত, এই মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশা কাটছে না। তবে এসব বিষয়ে কোনো তথ্য দিতেও নারাজ সিবিআই। এমনকি এ মামলা নিয়ে দায়ের আরটিআই আবেদন প্রত্যাখ্যান করেছে তারা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তথ্য অধিকার আইনের(RTI) আওতায় সুশান্তের মৃত্যু মামলা নিয়ে একটি আবেদন জমা পড়েছিল সিবিআইয়ের কাছে। তবে এই মামলা সম্পর্কিত কোনো তথ্য দিতে অস্বীকার করেছে সিবিআই। লিখিত জবাবে সংস্থাটি জানায়, সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত আপতত জারি রয়েছে। এই মামলা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে আনলে সেটা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই যে তথ্য জানতে চাওয়া হয়েছে তা দেওয়া যাবে না।

তদন্তের দায়িত্ব পাওয়ার এত মাস পরেও সিবিআই স্পষ্ট করেনি সুশান্ত আত্মহত্যা করেছিলেন নাকি এই মৃত্যুর সঙ্গে কোনও ফাউল প্লে জড়িয়ে আছে। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল তার প্রেমিক রিয়া চক্রবর্তী ও রিয়ার পরিবারের বিরুদ্ধে। সুশান্তের মৃত্যুর পর তীব্র কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন রিয়া। এমনকি মাদক মামলায় জেলেও থাকতে হয়েছে রিয়াকে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া। তবে এখনও সুশান্তের মৃত্যুর ন্যায় বিচারের আশায় রয়েছেন প্রয়াত অভিনেতার ৪ বোন রানি সিং, মীতু সিং, প্রিয়াঙ্কা সিং এবং শ্বেতা সিং কীর্তি এবং তাঁদের বাব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.