কি কাণ্ড! বসতে গিয়ে খাট ভেঙে ফেললেন শুভেন্দু অধিকারী

ODD বাংলা ডেস্ক: ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার তাঁর বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, নির্যাতিতার বাড়িতে গিয়ে চরম বিপত্তি! অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি!

এদিন বেশ কয়েকজন BJP বিধায়ক, জলপাইগুড়ি জেলা পদাধিকারীরা নির্যাতিতার বাড়িতে যান। ঘরেই খাট পাতা ছিল। সেখানেই বসেছিলেন নির্যাতিতার বাবা। তাঁর সঙ্গে কথা বলতে ঘরে প্রবেশ করেন বিরোধী দলনেতা। সেই সময় খাটের উপর বসতে যান শুভেন্দু অধিকারী। কিন্তু, এরপরেই খাটটি নড়বড় করতে শুরু করে। কোনওভাবেই যাতে শুভেন্দু অধিকারী আঘাত না পান সেজন্য তাঁকে বুকে জাপটে ধরেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাঁকে বসার জন্য চেয়ার দেওয়া হয়। জানা গিয়েছে, ওই খাটটি ভেঙে যায়। 

ঘটনা প্রসঙ্গে BJP জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "এই ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত হননি।"প্রসঙ্গত এদিন ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.