অ্যালোভেরার ৭ ব্যবহার রূপচর্চায়

 


ODD বাংলা ডেস্ক: যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হওয়া ভেষজ হচ্ছে অ্যালোভেরা। এটি ত্বক ভেতর থেকে ঠান্ডা ও পরিষ্কার রাখে। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল রাখতেও জাদুকরী এই ভেষজের জুড়ি নেই।

ময়েশ্চারাইজার হিসেবে

ত্বক নরম ও সুন্দর রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার হিসেবে। বিশেষ করে এই গরমে প্রাকৃতিক ক্রিম হিসেবে হালকা এই জেল খুবই কার্যকর।


ঝলমলে চুলের জন্য

অ্যালোভেরার জেল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন চুলে। চুল হবে ঝলমলে। চাইলে সরাসরি জেল লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে নিতে পারেন।


রোদে পোড়া ত্বকের যত্নে

রোদে পুড়ে যাওয়া লালচে ত্বকে অ্যালোভেরা জেল মাখুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগও দূর হবে।


খুশকি দূর করতে

অ্যালোভেরা জেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। খুশকি দূর হয়ার পাশাপাশি চুলের গোড়া হবে মজবুত।


নরম ত্বকের জন্য

ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে অ্যালোভেরা জেল। গোলাপজলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।


ব্রণমুক্ত ত্বকের জন্য

ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রণ দূর হয়। ধীরে ধীরে দূর হয় ব্রণের বিরক্তিকর দাগও।


চুলের দ্রুত বৃদ্ধির জন্য

অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল লম্বা হবে দ্রুত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.