এটিএম উপড়ে নিল চোরের দল!



 ODD বাংলা ডেস্ক: পুরনো কৌশলে নয়। একেবারে ছক ভেঙে, কৌশল বদলে এটিএম চুরির ঘটনা ঘটল ভারতের সাংলিতে। ছেনি, হাতুড়ি বা গ্যাসকাটার ব্যবহার করে নয়, জেসিবি মেশিন এনে এটিএমের কিয়স্ক ভেঙে আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোরের দল।

গত রোববার রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। চুরির ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ। জেসিবি মেশিনটিকে এটিএম থেকে কিছুটা দূরে একটি পেট্রল পাম্পের কাছ থেকে উদ্ধার করে পুলিশ।


পুলিশ সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, এটিএম থেকে ২৭ লাখ টাকা চুরি হয়েছে। চোরদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। চুরির এই নতুন কৌশল নিয়ে নেটমাধ্যমে বেশ গুঞ্জন হচ্ছে। মজার ছলে কেউ কেউ এই ঘটনাকে ‘মানি হেইস্ট’-এর সঙ্গে তুলনা করেছেন। তারা বলেছেন, ‘এটা ২০২৩-এর মানি হেইস্ট।’ কেউ আবার বলেছেন, ‘এ সবই বেকারত্ব এবং কর্মহীনতার ছবি। যত বেকারত্ব বাড়বে, ততই এই ধরনের কাজ বাড়বে।’


গত সপ্তাহেই চুরির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। উত্তরপ্রদেশের একটি হার্ডওয়্যারের দোকানে চুরির পর চোর আনন্দে নাচছিল। সেই ছবিও ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.