সারাদিন ফ্রিজ চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জেনে নিন কিছু সহজ পদ্ধতি

 


ODD বাংলা ডেস্ক: যতদিন যাচ্ছে নতুন নতুন ইলেকট্রনিকস্ গ্যাজেটের সাহায্যে জীবন সহজ হয়ে উঠছে সে ঘর ঠান্ডার জন্য এসি হোক বা চটপট খাবার গরম করতে মাইক্রোওয়েভের ব্যবহার। কিন্তু এই ধরনের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির কারণে মাস ঘুরতে ঘুরতে বাড়ছে বিদ্যুৎ বিল। তবে কম্পিউটার ল্যাপটপ এসি বা ফোনের চার্জ এই ইলেকট্রিক যন্ত্র গুলি যতই বিদ্যুৎ টানুক না কেন এগুলি কিছু নির্দিষ্ট সময়ের জন্য চলে। কিন্তু যেসব সামগ্রী 24 ঘণ্টা টানা চলতে থাকে তাদের মধ্যে প্রধান হলো ফ্রিজ। তাই ফ্রিজ ব্যবহারে সতর্ক থাকতে হবে। আর সঙ্গে কিছু সহজ উপায়ে কাজে লাগালে ফ্রিজের আকাশছোঁয়া বিদ্যুতের বিলে কিছুটা রাশ টানা যেতে পারে।


1) ফ্রিজের মধ্যে ফাঁকা জায়গা যত থাকবে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা ততটা কমবে। তাই ফ্রিজ সব সময় ভরে রাখতে হবে। ফাঁকা ফ্রিজে বিদ্যুতের বিল অনেক বেশি আসে।


2) ফ্রিজ ভরতে পর্যাপ্ত জিনিস না থাকলে ধাতব পাত্র রেখে দিন। এতে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকে।


3)এছাড়া জলের বোতলের সাথে একটু নুন মিশিয়ে রাখলে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকে।


4) ডিপ ফ্রিজে বেশি বরফ জমলে ফ্রিজে কর্মদক্ষতা কমে যায় এর ফলে বিদ্যুৎ খরচ বাড়ে তাই ডিপফ্রিজে বেশি বরফের স্তর জমতে দেবেন না।


5) ফ্রিজের দরজা কখনো বেশিক্ষণ খোলা রাখবেন না।


6) ফ্রিজের রেগুলেটর এর পাওয়ার কম করে দিন এতে বিদ্যুতের বিল কম আসবে।


সঠিক ভাবে ফ্রিজ ব্যবহার করলে অনেকটাই সাশ্রয় করা যায় বিদ্যুতের বিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.