আদর নিয়ে হিংসা! এক বিড়ালের মুখে সপাটে থাবা অন্য বিড়ালের



 ODD বাংলা ডেস্ক: আদরের পোষ্যকে নিয়ে খেলা করা, সোশ্যাল মিডিয়ায় তার ছবি-ভিডিও শেয়ার করা এখন ট্রেন্ড।


কিছু কিছু ভিডিও বা ছবি তার নিজগুণে ভাইরাল হয়ে ওঠে। যেমন হল বিড়ালের একটি ভিডিও। বিড়ালের না বলে দুই বিড়ালের বললে ঠিক হবে। তবে সুকুমার রায়ের ‘খিলখিল্লির মুল্লুকেতে’ যে দুই বিড়াল থাকত তাদের মতো ভয়ঙ্কর মারামারি নয়। স্রেফ একটা থাবা!


কম্বলের নীচে আরামে ঘুমাচ্ছিল একটি হলদে রঙের বিড়াল। তার ‘কিউট’ ভিডিও বানানোর উদ্দেশ্যে কম্বল তোলেন বিড়ালের মালিক। ‘মিষ্টি’ কিছু একটা ভিডিও হতে চলেছে, ভেবেছিলেন তিনি। কিন্তু ঘটনা আচমকা মোড় নিল অন্যদিকে। হলদে বিড়ালের মুখে সজোরে থাবা দিlল একটি সাদা কালো পা। ক্যামেরা প্যান করতেই দেখা গেল, কম্বলের বাইরে থাকা আর একটি বিড়ালের পা সেটি। রেডিট অ্যাপে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ব্যাড ক্যাট’। আর ভিডিওর ওপর লেখা ছিল, ‘বিশ্বাস করতে পারিনি, এটা রেকর্ড করেছি আমি। উদ্দেশ্য ছিল কিউট ভিডিও করার।’ 

১৭ ঘণ্টা আগে আপলোড হয়েছে ছোট্ট ভিডিওটি। সেই থেকে ক্রমশ বাড়ছে আপভোটের সংখ্যা। এখনও পর্যন্ত ২৭০০-র বেশি আপভোট পেয়েছে, আরও পাবে বলাই বাহুল্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.