দুই পায়ে হাঁটা কুমির

 


ODD বাংলা ডেস্ক:  আধুনিক যুগের যে কুমীর এখন দেখা যায় তারা চার পা ব্যবহার করে হাঁটলেও প্রাচীনকালে কয়েক প্রজাতির কুমির ছিল, যারা দুই পায়ে হাঁটত বলে জানিয়েছেন গবেষকেরা।


এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় সংরক্ষিত থাকা কয়েকটি কুমিরের জীবাশ্ম নিয়ে গবেষণা করে চীন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছেন।


বিজ্ঞানীরা বলছেন, এই কুমিরের পায়ের ছাপ ১৮-২৪ মিটার লম্বা। এদের শারীরিক আকার তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি ছিল। এখনকার সময়ে যে কুমির দেখা যায় তাদের এই পূর্বপুরুষেরা ১০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল।


চীন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার সঙ্গে এই গবেষণায় যুক্ত ছিলেন দক্ষিণ কোরিয়ার ছিনজু ইউনিভার্সিটির গবেষকেরা।


টিম লিডার কিওং সু কিম বলছেন, ‘অনেক ডাইনোসর যেভাবে চলাফেরা করতো এই কুমিরগুলো ঠিক সেইভাবে হাঁটত। তবে তাদের পায়ের ছাপ ডাইনোসরের মতো নয়।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.