প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখছেন? কী এর অর্থ?
ODD বাংলা ডেস্ক: ঘুমের মধ্যে কোনও প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন (Death Dream) দেখছেন। আর তারপরই ঘেমে-নেয়ে একাকার অবস্থায় ঘরম ভাঙছে। কপালে চিন্তার ভাঁজ পড়ছে। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ফোন করে জানতে চাইছেন তিনি সুস্থ রয়েছেন কিনা, অথবা তাঁকে দেখার জন্য দৌড় লাগাচ্ছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের মধ্যে প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক ঘটনা। প্রতিদিন বহু মানুষ এমন স্বপ্ন দেখেন। তাঁরা জানাচ্ছেন, স্বপ্ন আসলে আমাদের সারাদিনের চিন্তার প্রতিফলন। মানুষ, সারাদিন যা কিছু করে, যা চিন্তা করে, তার অনেকটা তাঁদের অবচেতন মনেও কাজ করতে থাকে। ঘুমিয়ে পড়ার পর জেগে থাকে অবচেতন মন। আর সারাদিনের কাজ, চিন্তার মিশেলে দেখা দেয় স্বপ্ন।
মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ কী?
বহু ক্ষেত্রে বহু মানুষ জানিয়ে থাকেন যে, তাঁরা তাঁদের কোনও প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখেছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি সেই ব্যক্তি অসুস্থ থেকে থাকেন, তাহলে তাঁর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়াও অনেক সময়ই মৃত ব্যক্তির স্বপ্ন আমরা দেখে থাকি। এমন ক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, যে ব্যক্তির শারীরিক উপস্থিতি আর আমাদের জীবনে নেই, হতে পারে সেই ব্যক্তি অত্যন্ত প্রিয় কেউ ছিলেন। তাঁর উপস্থিতিকে মিস করার কারণে এমন স্বপ্ন দেখতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, স্বপ্নের সঙ্গে বাস্তব জীবনের কোনও সম্পর্ক নেই। স্বপ্নে কোনও ব্যক্তির মৃত্যু ঘটছে দেখার অর্থ এই নয় যে বাস্তব জীবনেও সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা জানাচ্ছেন, মৃত্যুর স্বপ্ন দেখার আরেকটি অর্থ হল জীবনে পরিবর্তন আসা। আপনার জীবনে আগামী দিনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, এর লক্ষণ এই স্বপ্নের অর্থ। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখার। সে সম্পর্কে বিশেষজ্ঞদের মত, নিরাপত্তাহীনতায় ভোগা বা আত্মবিশ্বাসের অভাব, অনুভূতি নিয়ন্ত্রণে না থাকাও এই স্বপ্নের কারণ। যদি কোনও ব্যক্তি তাঁর পোষ্যর মৃত্যুর স্বপ্ন দেখেন, তার অর্থ কিছুটা আলাদা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পোষ্যর যদি বয়স হয়ে থাকে, সে যদি অসুস্থ থাকে, তাহলে তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তবে বিশেষজ্ঞদের মতে, পোষ্যরা নানা ইঙ্গিত প্রদান করে। যেমন নিরাপত্তা, প্রভুর সঙ্গে বন্ধন এবং অনুভূতি। পোষ্যকে হারিয়ে ফেলার ভয় মনের মধ্যে কাজ করতে থাকলেই এমন স্বপ্ন দেখা সম্ভব।
Post a Comment