গ্র্যামিতে সেরা গান ‘লিভ দ্য ডোর ওপেন’, অ্যালবাম ‘উই আর’ নেই বিটিএস-এর জায়গা
ODD বাংলা ডেস্ক: সঙ্গীত জগতের মর্যাদাপূর্ণ বিশেষ পুরস্কারগুলির মধ্যে অন্যতম হল ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। সঙ্গীত শিল্পে অসামান্য অর্জনের জন্য দেয়া হয় এই অ্যাওয়ার্ড। লস অ্যাঞ্জেলসের বদলে লাস ভেগাসে স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রাত ৮টায় বসেছিল গ্র্যামির আসর।
এ বছর ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরষ্কারটি পেয়েছে জন বাতিস্তের ‘উই আর’ অ্যালবামটি। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন এই শিল্পী। বছরের সেরা গানের পুরস্কার জিতেছে ‘লিভ দ্য ডোর ওপেন’ গানটি। গানটির সুর করেছেন ব্রুনো মার্স এবং অ্যান্ডারসন পাক।
সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পেয়েছে মার্কিং গীতিকার ও গায়ক ক্রিস স্ট্যাপলটনের ‘স্টার্টিং ওভার’ অ্যালবামটি।
এবারের গ্র্যামিতে বিটিএস তাদের ‘বাটার’ গানটি পারফর্ম করেছে। বিলি আইলিশ গেয়েছেন ‘নো টাইম টু ডাই’ গানটি। অলিভিয়া রদ্রিগো জমকালোভাবে পরিবেশ করেছেন তার জনপ্রিয় ‘রেড লাইট’ গানটি। পারফর্ম করেছেন জাস্টিন বিবারও।
১৯৫৯ সালে ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজন করেছিল প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এর পর থেকে প্রতিবছর ৪টি সাধারণ বিভাগ, বছরের সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা অ্যালবাম, সেরা রেকর্ডসহ ২৫টির বেশি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।
Post a Comment