গড়গড়িয়ে চলুক দাম্পত্যের চাকা, নবদম্পতিকে মহার্ঘ উপহার বন্ধুদের

 


ODD বাংলা ডেস্ক: মূল্যবৃদ্ধির (Price Hike) মধ্যেই নতুন সংসার পাতার সাহস দেখিয়েছেন। তার জন্য নবদম্পতিকে (Newly Married Couple) মহার্ঘ উপহার বন্ধুদের। হিরে-জহরত নয়, বরং আক্ষরিক অর্থে তার সমকক্ষ হয়ে ওঠা পেট্রোল-ডিজেলের (Fuel Price Hike) বোতল ধরানো হল হাতে। হাসিমুখে তা গ্রহণও করলেন বর-কনে বেশী নবদম্পতি।


দেশের সর্বত্র মহার্ঘ পেট্রোল-ডিজেল


তামিলনাড়ুর (Tamil Nadu News) চেঙ্গলপট্টু জেলার চেয়ূরের ঘটনা। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন গিরীশ কুমার এবং কীর্তনা। ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারলেও, মহাসমারোহে রেখেছিলেন রিসেপশন। বন্ধু-বান্ধব, আত্মীয়রা আমন্ত্রিত ছিলেন সেখানে। এক এক করে মঞ্চে গিয়ে সকলে শুভেচ্ছা জানাচ্ছিলেন নবদম্পতিকে।


সেই ভিড়ের মধ্যেই নজর কেড়ে নেন বরের বন্ধুরা। রঙিন কাগজে মোড়া বাক্স বা খামে ভরা টাকা নয়, নবদম্পতির হাতে বোতলবর্তি পেট্রোল এবং ডিজেল তুলে দেন তাঁরা। এমন দৃশ্য দেখে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে অতিথিদের মধ্যে। কিন্তু পর ক্ষণেই উচ্ছাসে ফেটে পড়েন তাঁরা (Petrol-Diesel Gift)।


হাসিমুখে ওই মহার্ঘ উপহার গ্রহণ করেন নবদম্পতিও। উপহারদাতাদের সঙ্গে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে (Viral News)। তাতে নবদম্পতি এবং তাঁদের বন্ধুদের সাধুবাদ জানান অনেকেই।


জ্বালানি কিনতে হাত পুড়ছে সাধারণ মানুষের


উল্লেখ্য বিগত দু’সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার পেট্রোল এবং ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। তামিলনাড়ুতে এই মুহূর্তে লিটার প্রতি পেট্রোলের দাম পড়ছে ১১০ টাকা ৮৫ পয়সা। ১০০ টাকা ৯৪ পয়সা দরে বিকোচ্ছে ডিজেল। তাই বোতলবন্দি পেট্রোল-ডিজেলকে মহার্ঘ উপহার হিসেবেই দেখছেন নবদম্পতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.