লকডাউনের কড়াকড়িতে বেড়েছে মানসিক অসুস্থতা, জানাল ল্যান্সেটের গবেষণা

 


ODD বাংলা ডেস্ক: অতিমারির মোকাবিলা করতে এক এক দেশ এক এক উপায় অবলম্বন করেছে।


সংক্রমণ ঠেকানোর একটা উপায় অবশ্যই লকডাউন। কিন্তু গবেষণা বলছে, এই লকডাউনের কড়াকড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিক স্বাস্থ্য। যেখানে কড়াকড়ি যত বেশি সেখানে অসুস্থতা ততই বেশি। আর এই অসুস্থতা খোদ করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। এই রিপোর্ট দিয়েছে নামী ল্যান্সেট সংস্থা।


গবেষণায় আরও জানা গেল, সব বয়সের পুরুষের থেকে মহিলারা, বিশেষ করে যেসব মহিলা নাবালক-নাবালিকাদের নিয়ে বাড়িতে ছিলেন, তাঁদের সবথেকে বেশি সমস্যা হয়েছে। আর দেশ হিসেবে দেখা গেছে, যে দেশ লকডাউন করে সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেখানে মৃত্যু এবং মানসিক অসুস্থতা বেশি। বরং যে দেশ ভাইরাসটিকে নির্মূল করার চেষ্টা করেছে সেখানে কম। 

বিধিনিষেধের প্রকার এবং সময়বোধ যেমন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনই এক বিভিন্ন বয়সের ক্ষেত্রে এর প্রভাব আলাদা। তবে সবমিলিয়ে এটা নিশ্চিত যে যত কঠোর লকডাউন ততই তার ক্ষতিকর প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে। প্রসঙ্গত, ভারত কিংবা চীনের মতো জনবহুল দেশে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে করা লকডাউন জারি করা হয়েছিল। এই মুহূর্তে চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের অবস্থা খুব খারাপ। দৈনিক সংক্রমণ পেরিয়েছে ৫০০০। সংক্রমণের কড়াকড়ি গোটা সাংহাই জুড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.