শুধু পোলাও বা পায়েস নয়, চুল ও ত্বকের সমস্যা মেটাতে তেজপাতা কাজ করে ম্যাজিকের মতো

 


ODD বাংলা ডেস্ক:  শুধু খাবার নয়। তেজপাতা রান্নাবান্না ছাড়াও রূপচর্চায়ও বিশেষ কাজে লাগে। রূপচর্চায় কী কী কাজে আসতে পারে এই রান্নাসামগ্রী জানলে হয়তো রোজই ব্যবহার করবেন।


সুস্বাদু কোনও রান্না যেমন পোলাও, পায়েস এগুলির মাত্রা বাড়িয়ে দিতে তেজপাতার জুড়ি মেলা ভার। আসলে তেজপাতা ছাড়া এগুলি যেন ভালোই লাগে না। কেমন একটা লাগে। স্বাদই যেন থাকে না। কেমন যেন ফিকে লাগে। তবে শুধু খাবার নয়। তেজপাতা রান্নাবান্না ছাড়াও রূপচর্চায়ও বিশেষ কাজে লাগে। রূপচর্চায় কী কী কাজে আসতে পারে এই রান্নাসামগ্রী জানলে হয়তো রোজই ব্যবহার করবেন।


রান্না করার সময় আমরা স্বাদ বাড়াতে বিভিন্ন মসলার ব্যবহার করে থাকি। আর তারই একটি অবিচ্ছেদ্য অংশ তেজপাতা। রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার সময় এটি আমরা ফেলেই দিই। এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনও ভূমিকা নেই বলেই আমরা সাধারণত জানি। কিন্তু রূপচর্চাতেও কাজে লাগতে পারে তেজপাতা। ত্বক বা চুলের যেকোনও সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।


জেনে নিন কীভাবে রূপচর্চায় সাহায্য করে তেজপাতা...


ব্রণর সমস্যায় 


মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয়। আর গরমে এই সমস্যা সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এই সমস্যা অনায়াসেই মেটাতে পারে তেজপাতা। জলে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর সেই জলটা ছেঁকে নিন। এবার সেই জল দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এটি করার ফলে ব্রণর সমস্যা দূর হয়ে যাবে। আর সেই ফল দেখতে পাবেন হাতেনাতে।


আরও পড়ুন- মন ভালো রাখতে বাজারি সুগন্ধি নয়, নিন পোড়া তেজপাতার ঘ্রাণ, জেনে নিন কেন


খুশকি দূর করতে 


মাথার ত্বকে খুশকির সমস্যা দূর করতে পারে তেজপাতা। শুধুমাত্র শীতকালে নয় অনেক সময় গরমেও মাথায় খুশকির সমস্যা দেখা যায়। তাই এই সমস্যা দূর করার জন্য শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন। তারপর তার সঙ্গে টক দই মিশিয়ে মাথায় লাগান। খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। নিয়মিত এটি লাগালে খুশকির সমস্যা দূর হবে। আর চুলও সুন্দর হয়ে উঠবে।


চুলের কন্ডিশনিংয়ের জন্য


ঠিক মতো কন্ডিশনিং না করতে পারলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেজপাতা জলের মধ্যে দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন। তারপর শ্যাম্পু করার পর এই জল দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। এই জল চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে।


দাঁতের দাগ


দাঁতে হলুদ বা কালো ছোপ পড়লেও চিন্তা করবেন না। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে দাঁত মাজুন। এতে দাঁত ঝকঝকে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.