প্রতি সেকেন্ডে কত টাকা আয় করেন বিল গেটস?
ODD বাংলা ডেস্ক: মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে সহজ বাংলায় আমরা 'টাকার কুমির' বলতে পারি। মার্কিন ডলারে শতকোটি নয়, হাজার কোটিপরি এ ব্যবসায়ী, উদ্ভাবক ও উদ্যোক্তা'র সম্পদের পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে। এমনকি ২০২১ সালে সর্বোচ্চ স্ত্রী মেলিন্ডার সাথে বিলিয়নিয়ারদের মধ্যে সর্বোচ্চ অঙ্কের বিবাহবিচ্ছেদের পরও গেটসের আয়ে কোনো প্রকার ধাক্কা লাগেনি।
বর্তমানে বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১১ লাখ ৮৯ হাজার ৬৭২ কোটি টাকা। বিজনেস ইনসাইডার-এর এক হিসাবে দেখা গেছে, বিল গেটস প্রতি সেকেন্ডে ১,৩০০ মার্কিন ডলার বা প্রায় এক লাখ ১২ হাজার ৭০ টাকা আয় করেন।
১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিল গেটস বিশ্বের সর্বোচ্চ ধনী ছিলেন। এরপর মাঝখানের কয়েক বছর অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে এ খেতাব হারালেও- ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আবারও বিশ্বের শীর্ষ ধনীর তকমা লাভ করেন।
১৯৭৫ সালে পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করার পর থেকেই ভাগ্য খুলে যায় বিল গেটসের। শুরু থেকেই মাইক্রোসফট ক্রমাগত বড় হতে থাকে। ১৯৯৯ সালের মধ্যে প্রযুক্তিবিষয়ক কোম্পানিটি ১০ হাজার কোটি ডলারের কোম্পানিতে পরিণত হয়।
তবে মাইক্রোসফট-এ বিনিয়োগ করেই ক্ষান্ত ছিলেন না গেটস। নিজের ক্যাসকেইড ইনভেস্টমেন্ট গ্রুপ-এর মাধ্যমে বার্কশায়ার হ্যাথাওয়ে, কোকাকোলা, অটোনেশন, ডির অ্যান্ড কো., কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে, ব্র্যান্ডেড এন্টারটেইনমেন্ট, ও রিসার্চগেইট ইত্যাদি কোম্পানিতে বিনিয়োগ করেন তিনি।
এর বাইরে গেটসের নিজের অনেকগুলো রিয়াল এস্টেট রয়েছে। বেলিজে গেটসের মালিকানায় একটি দ্বীপ রয়েছে। এর বাইরে আর্ট কালেকশন, ব্যক্তিগত বিমান এসব তো আছেই। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এর মাধ্যমে এখন পর্যন্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার দাতব্য কাজে খরচ করেছেন।
Post a Comment