শুধুমাত্র যে কারণে প্রথম ছবির পরই ফ্লিম ইন্ডাস্ট্রি ছাড়তে চেয়েছিলেন রশ্মিকা মান্দান্না
ODD বাংলা ডেস্ক: দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির (South Film Industry) অন্যতম বিখ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। অসাধারণ সৌন্দর্য এবং দুর্দান্ত অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রথম সারির নায়িকাদের মধ্যে নিজের স্থান করে ফেলেছেন। “কিরিক পার্টি” সিনেমার হাত ধরে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি। প্রথম সিনেমা থেকেই দুর্দান্ত সফলতা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে “পুষ্পা, দ্য রাইজিং স্টার” সিনেমাতে অভিনয় করে আরো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী।প্রথম সিনেমার জন্য অভিনেত্রীকে সেরা ডেবিউ অ্যাক্ট্রেস আওয়ার্ড দেওয়া হয়েছিল।
একবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ১৯ বছর বয়সে যখন কাজ শুরু করেছিলেন তখন কেমন লেগেছিল? ওই বয়সে অন্যান্য মেয়েদের মত স্বাধীনভাবে ঘুরে বেড়াতে কি ইচ্ছা হয়নি? উত্তর অভিনেত্রী জানিয়েছিলেন, আমি আমার জীবনে অনেক মজা করতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় যে পরিশ্রম করেছিলাম তার ফল আজ আমি পাচ্ছি। একসময় মনে করেছিলাম সিনেমা ইন্ডাস্ট্রির ছেড়ে দেবো। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে, সকলের ভালোবাসা পেয়ে আমি আর অন্য কোথাও যেতে পারিনি। ভক্তদের ভালোবাসা আমাকে আটকে দেয় এই সিনেমা জগতের মধ্যে।
প্রসঙ্গত, সিনেমা জগতে কাজ করার পাশাপাশি বাবার ব্যবসার দায়িত্ব নিয়েছেন রশ্মিকা মান্দানা। প্রথমে তিনি ঠিক করেছিলেন, অভিনয় জগৎ ছেড়ে ব্যবসার কাজে বাবাকে সাহায্য করবেন কিন্তু আজ এতটাই জনপ্রিয় তিনি হয়ে গেছেন যে, সিনেমা ইন্ডাস্ট্রির ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাই কাজের পাশাপাশি বাবাকে ব্যবসার কাজে সাহায্য করেন তিনি।
Post a Comment