দৃষ্টিশক্তি যাচাই করুন, ছবিটি নারী না পুরুষের বলুন তো

 


ODD বাংলা ডেস্ক: নেটমাধ্যমে ছবিটি শেয়ার করে ‘মাইন্ড জার্নাল’। সেখানে ছবিটি পোস্ট করে বলা হয়, ‘বলুন তো এই ছবি প্রথম দেখার পর কী মনে হয়েছে আপনার কাছে? এতে কী দেখতে পাচ্ছেন?’


খুবই সাধারণ একটি ছবি। কিন্তু ছবিটি যেভাবে আঁকা হয়েছে তাতে দুটি বিষয় মনে হতে পারে। প্রাথমিকভাবে ছবিটি দেখার পর মনে হতে পারে এটি কোনো নারীর। আবার কারও কাছে মনে হতে পারে এটি কোনো পুরুষের ছবি।


আপনার কাছে প্রথম দেখায় কী মনে হয়েছে- এই উত্তরের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা ওঠে আসবে। যদি প্রথম দেখায় কোনো নারী মনে হয় তাহলে আপনি খুবই উদার প্রকৃতির। আপনি ইতিবাচক চিন্তাধারার মানুষ। কেবল তাই নয়, আপনার মধ্যে প্রেরণাদায়ক ক্ষমতা রয়েছে। আপনি নিজেই নিজের কাজ গুছিয়ে করতে জানেন। সব মিলিয়ে চরিত্রে ভারসাম্য রয়েছে আপনার।


এছাড়া ছবিতে যদি পুরুষ প্রতিমূর্তি মনে হয় তাহলে আপনি নিজের ভাবনাকে সহজে ব্যক্ত করেন না। আপনার মধ্যে নেতৃত্বসুলভ ক্ষমতা রয়েছে। রয়েছে মনের মধ্যে অদম্য শক্তি। এমনকি সহজে ভেঙে পড়েন না। এছাড়াও সহজ কোনো বিষয় নিজের জন্য পছন্দ করেন না আপনি। সব সময় ইতিবাচক চিন্তাধারার মানুষের সঙ্গে থাকতে বেশ ভালোবাসেন।


এবার তাহলে প্রথম দেখাতে আপনার কাছে কী মনে হয়েছে বা আপনার চোখে কী ধরা পড়েছে তা মন্তব্যের ঘরে জানিয়ে দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.