ছুটির দিনে পাতে রাখুন মিষ্টি পোলাও
ODD বাংলা ডেস্ক: খুব কম ভোজন রসিক বাঙালিই আছেন যে বিরিয়ানি পছন্দ করেন না। বিরিয়ানির পাশাপাশি পোলাও অনেকের খুবই পছন্দের একটি খাবার। তবে মিষ্টি পোলাও কখনো খেয়েছেন কি?
মজাদার স্বাদের এই মিষ্টি পোলাও রেস্টুরেন্টগুলোতে অনায়াসেই পেয়ে যাবেন। তবে ঘরে কখনো মিষ্টি পোলাও তৈরি করে খেয়েছেন কি? না করে থাকলে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি পোলাও।
তাছাড়া ছুটির দিন কিংবা যেকোনো সময় প্রিয়জনদের সামনে হাজির করতে পারেন নিজ হাতে তৈরি করা এই খাবারটি। চলুন তবে জেনে নেয়া যাক মিষ্টি পোলাও তৈরির রেসিপিটি-
উপকরণ: বাসমতি চাল তিন কেজি, জল ১২ কাপ, কেশর ৬ থেকে ৭টি, দুধ দুই টেবিল চামচ, ঘি ২০০ গ্রাম, কাজুবাদাম ১৫০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আস্ত গরম মশলা তিনটি, জায়ফল এক চিমটি, জয়িত্রী এক চিমটি, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, কেওড়া জল কয়েক ফোঁটা, গোলাপ জল কয়েক ফোঁটা, চিনি ১০০ গ্রাম, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে বাসমতি চাল জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পরে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রাখুন। এবার একটি প্যানে ঘি গরম করে চাল ছেড়ে দিন। চাল সামান্য ভাজা হয়ে এলে একে একে বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, এক চিমটি লবণ ও চিনি দিন। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিন।
ভাত ফুটে জল শুকিয়ে এলে নামিয়ে নিন। একটি প্যানে ঘি গরম করে কাজুবাদাম হালকা নেড়ে নিন। একই সঙ্গে কিশমিশ, জায়ফল, জয়িত্রী দিয়ে দিন। এবার মশলা মাখা কাজুবাদাম, কেওড়া জল, গোলাপ জল ও গরম মশলা গুঁড়া পোলাওয়ের মধ্যে মিশিয়ে দিন। দুধে ভিজিয়ে রাখা কেশরও পোলাওয়ের পাত্রে মিশিয়ে ঢাকা দিয়ে একবার ভালো করে ঝাঁকিয়ে নিন। উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মিষ্টি পোলাও।
Post a Comment