সঙ্গমের ইচ্ছা কমে যাচ্ছে? দূরে থাকুন এই ৫ খাবার থেকে
ODD বাংলা ডেস্ক: কর্ম ব্যস্ততা অনেক সময়েই সম্পর্কের ওপর প্রভাব ফেলে। সেই সঙ্গেই বেশ কিছু খাবার রয়েছে যা সঙ্গমের ইচ্ছা কমিয়ে দেয়। কেউ সপ্তাহের শেষে পার্টি করে থাকেন। তবে বহু গবেষণায় প্রমাণ মিলেছে অ্যালকোহল খাওয়ার ফলে যৌন মিলনের ইচ্ছা কমে যেতে পারে।
কর্ম ব্যস্ততা অনেক সময়েই সম্পর্কের ওপর প্রভাব ফেলে। কর্ম ব্যস্ততা শারীরিক চাহিদা এবং সঙ্গমের ইচ্ছাও কমিয়ে দেয়। সেই সঙ্গেই বেশ কিছু খাবার রয়েছে যা সঙ্গমের ইচ্ছা কমিয়ে দেয়। কেউ সপ্তাহের শেষে পার্টি করে থাকেন। তবে বহু গবেষণায় প্রমাণ মিলেছে অ্যালকোহল খাওয়ার ফলে যৌন মিলনের ইচ্ছা কমে যেতে পারে। পুদিনা পাতার মধ্যে রয়েছে মেন্থল। এই মেন্থল নাকি যৌন ইচ্ছা কমিয়ে দেয় যা প্রভাব ফলতে পারে আপনার সম্পর্কে। চিজ খেতে পছন্দ করে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে চিজ বেশি খেলেও শারীরিক মিলনের ইচ্ছা কমে যায়, তবে তা মহিলাদের। কফি খেলে স্ট্রেস হরমোনের ক্ষরণ অনেকটা বেড়ে যায়৷ এই হরমোন সঙ্গমের ইচ্ছাকে কমিয়ে দেয়। সুস্বাদু এবং মিষ্টি, বীট নিঃসন্দেহে পুষ্টিকর। তবে এটি কমি দিতে পারে টেস্টোস্টেরনের মাত্রা, খুব বেশি বীট খেলে সঙ্গমের ইচ্ছাও কমে যায়।
Post a Comment